বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”

এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও ওর্য়াডের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধা জানিয়ে শুরু হলো ১৯ নম্বর ওর্য়াড উৎসব “ঊষসী”।শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় ও ১৯ নম্বর ওর্য়াড উৎসব কমিটির উদ্দ‍্যোগে ২০ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত নানান ক্রিড়া মুলক প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদের রান্না প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই রয়েছে এই ওর্য়াড উৎসবে।

সংঘশ্রী ক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ওর্য়াডের বিভিন্ন পথ অতিক্রম করে উৎসবের সূচনা হয়।ওর্য়াডের পুরমাতা মৌসুমী হাজরা জানান ওর্য়াডের সকলের জন‍্য এই উৎসব।প্রবীণ সহ ওর্য়াডের মহিলারা যথাযথ ভাবে এই উৎসবে ভাগ নিয়েছেন।