শিলিগুড়ি বাঘাযতীন পার্কে পালিত হল “রবীন্দ্রনাথ ঠাকুরের” ১৬২তম জন্মজয়ন্তী

আজ ২৫শে বৈশাখ কবিগুরুর ১৬২তম জন্মদিন। কবিগুরুর জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে সাড়ম্বরে এই দিনটি উদযাপন করা হলো। শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্যর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মেয়র গৌতম দেব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন। শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদের পক্ষ থেকে একাধিক সদস্যরা। জানা যায়, সন্ধ্যেবেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে।