ফিরে আসতে পারে ২৬/১১-এর সেই অভিশপ্ত বিভীষিকাময় দিন

আবারও ফিরে আসতে পারে সেই ভয়ঙ্কর স্মরণীয় দিন। ভারতের ইতিহাসের এক অভিশপ্ত অধ্যায়। ২৬/১১-এর মুম্বই হামলার ধাঁচে আবার হামলা হতে পারে ভারতে, এমনই একটি হুমকি ফোনে নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি – এর দফতরে এরমই এক ফোনের হুমকি ঘিরে শোরগোল পড়েছে সারাদেশে। এ জন্য নাকি স্লিপার সেল মারফৎ আগ্নেয়াস্ত্র, বুলেট চোরাপথে ইতিমধ্যেই বাংলাদেশ ও নেপাল হয়ে ঢুকে গিয়েছে এদেশে। ফোনে বলা হয়, পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালানোয় মদত দিতে পারে। হুমকি ফোনের পরেই তৎপর হয়ে ওঠে গোয়েন্দা দফতর। কলকাতা সহ একাধিক বড় শহরকে জঙ্গিরা যে টার্গেট করতে পারে এ খবর আগেই ছিল গোয়েন্দা পুলিশের কাছে। এরই মধ্যে এই হুমকি ফোনে কার্যত ঘুম উড়েছে গোয়েন্দাদের।

প্রসঙ্গত, ২৬/১১-এর হামলা পাক সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজে গিয়েছিল মুম্বইয়ের মাটি। আজমল কাসব ও তার সঙ্গী জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল ১৬৪ জনের। আহত হন কমপক্ষে ৩০৮ জন। পাকিস্তান থেকে আরব সাগর হয়ে মুম্বইয়ে ঢুকে ১০টিরও বেশি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। যার জেরে কেঁপে গিয়েছিল সারা পৃথিবী।