আজ থেকে শুরু পরীক্ষা

প্রতীক্ষার অবসান। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷  বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷  তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০ হাজার বেড়েছে৷ রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে এবারও ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষা উপলক্ষ্যে কড়া পদক্ষেপ করেছে পর্ষদ৷ রাজ্যের একাধিক জায়গায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হবে। যতক্ষণ পরীক্ষা চলবে, ততক্ষণ নেট পরিষেবা বন্ধ থাকবে৷ 

পর্ষদের তরফ থেকে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে  মোবাইলের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। কোন কোন দিন নেট বন্ধ  রাখা হবে পর্ষদের তরফে সেটাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৭, ৮,৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ পরীক্ষার সময় বন্ধ থাকবে ইন্টারনেট৷ অন্যদিকে, যথাযথ করোনাবিধি মেনে পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে৷ স্যানিটাইজেশনের পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার সময় বেলা ১২টা থেকে ৩ টে পর্যন্ত।