হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড

আচমকাই ভোর বেলা ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রাজধানী নয়াদিল্লিতে রোহিণী এলাকায় একটি হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগে। এক রোগীর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।

সূত্র মারফৎ জানা গিয়েছে, শনিবার ভোর পাঁচটা নাগাদ রোহিণীর ব্রহ্ম শক্তি হাসপাতালের চার তলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে সময় মতোই আসে তারা। নয়টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানো হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। তবে দমকলের তরফ থেকে জানান হয়েছে, সকলকে নিরাপদ স্থানে সরানো হলেও একজন রোগীকে সরানো যায়নি।

তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন আইসিইউতে। তাঁর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও আর কারোর তেমন কোনও ক্ষতি হয়নি বলেই খবর। যদিও কী কারণ এই আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, যান্ত্রিক কোনও ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগতে পারে।