ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

ফের পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে কাঁচ। কালো ধোয়ায় কার্যত ঢেকে গিয়েছে এলাকায়। খালি করে দেওয়া হয়েছে ভবনটি। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন কলতাকা পুলিশের ডিসি সাউথ। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ওই বহুতলে ব্যাংক-সহ একাধিক সংস্থার অফিস রয়েছে। কাঠ ও কাপড়ের দোকানও রয়েছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎসস্থল খোঁজা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।