চৈত্র মাসের প্রায় অন্তিম লগ্ন, শীত ইতিমধ্যে বিদায় নিয়েছে। সকাল হলেই সূর্যের রোদের জোরালো তেজ। গরমে সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে তরমুজ। গরমে তরমুজের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে। প্রতিবছরের মত এ বছরও দেখা গেল ইতিমধ্যেই বাজারে চলে এসেছে তরমুজ।
এই প্রসঙ্গে এক বিক্রেতা জানিয়েছেন ব্যাঙ্গালোর থেকে আপাতত এসেছে তরমুজ এবং প্রতিদিন ভালোই বিক্রি হচ্ছে এবং চাহিদাও রয়েছে। প্রতিবছর গরমের সময় তরমুজের একটা আলাদা রকম চাহিদা থাকে।
গ্রীষ্মকালীন যে সমস্ত ফলের চাহিদা সবথেকে বেশি থাকে তার মধ্যে রয়েছে অবশ্যই তরমুজ। ব্যবসায়ীরা আসার আসছেন প্রত্যেক বছরের মত এ বছরও তরমুজের ভালই বিক্রি হবে।