মেগাবুক টি-১ লঞ্চের মাধ্যমে টেকনো এবার প্রবেশ করল ল্যাপটপ ক্যাটাগরিতে

অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনে বিশ্বব্যাপী অগ্রণী ভূমিকায় থাকা টেকনো মেগাবুক টি-১-এর আত্মপ্রকাশের ঘোষণা করতে পেরে রোমাঞ্চ অনুভব করছে। এটি ভারতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড থিংস (এআইওটি)-এর পরিসরে একটি উজ্জ্বলতম ঘটনা। মেগাবুক টি-১ ইউজাররা একটি ল্যাপটপ থেকে কী আশা করতে পারেন, তা পুনরায় দেখিয়ে দিল এর অতুলনীয় পারফরম্যান্স, নিরবচ্ছিন্ন ব্যবহার এবং সূক্ষ্ম ডিজাইন। কার্যকারিতা এবং গুণমানের মধ্যে ভারসাম্য রাখার জন্য টি ১-কে জার্মান রেড ডট অ্যাওয়ার্ডে প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডও প্রদান করা হয়েছে। এই অসাধারণ ডিভাইসটি তাঁদের জন্য ডিজাইন করা হয়েছে যাঁরা ব্যতিক্রমী দক্ষতা এবং অতুলনীয় নান্দনিকতা উভয়েরই দাবি রাখেন, তাঁদের শৈলী এবং বিচক্ষণতার স্বাদই এতে প্রতিফলিত হয়েছে। ব্যতিক্রমী কর্মক্ষমতা এবং আকর্ষণীয় নান্দনিকতার মিশ্রণে টেকনোর মেগাবুক টি-১ ল্যাপটপ দুনিয়ায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে৷ টেকনো মোবাইল ইন্ডিয়ার সিইও মিঃ অরিজিৎ তলাপাত্র বলেন, ‘এই গ্রাউন্ডব্রেকিং ডিভাইসটি টেকনো-র উদ্ভাবনের নিরলস সাধনার প্রমাণ, যা একটি অতুলনীয় কম্পিউটিং অভিজ্ঞতা প্রদান করেছে। এটি আজকের গতিশীল ইউজারদের চাহিদা পূরণ করবে।’ 

মেগাবুক টি-১ একটি মসৃণ এবং অতি-পাতলা ডিজাইন। মাত্র ১৪.৮ মিলিমিটার পুরু এবং এর ওজন মাত্র ১.৫৬ কেজি। প্রিমিয়াম ন্যানো-অ্যালুমিনিয়াম খাদ থেকে তৈরি এই ডিভাইস সফিস্টিকেশন এবং স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। চমৎকার মার্জিত সুন্দর এই ডিভাইসটির ঢাকনা খোলার জন্য কেবল একটি হাতেই এটি অ্যাক্সেস করা যাবে। ১৮০ ডিগ্রি ফ্লেক্সিবল বেন্ডিং অ্যাঙ্গলের মেগাবুক টি-১ ডিভাইসটি আপনার পছন্দের সাথে একদম মানানসই। তিনটি আকর্ষক রঙে এটি পাওয়া যায়—ডেনিম ব্লু, স্পেস গ্রে এবং মুনশাইন সিলভার—নিঃসন্দেহে এই ল্যাপটপ আপনার ব্যক্তিগত রুচির একটি পরিচয়। বিশাল ৭০Wh ব্যাটারি এর নতুন একটি মান নির্ধারণ করেছ। এর সেগমেন্টে অভূতপূর্ব হল, এটি মোট ব্যাটারি লাইফের ১৭.৫ ঘণ্টা প্রদান করে। মেগাবুক টি-১-এর ১৫.৬’’ এফএইচডি+ ডিসপ্লে, ৩৫০ ইউনিটঁ ব্রাইটনেস এবং ১০০% এসআরজিবি হাই গ্যামাট-সহ, ভাইব্র্যান্ট ভিসুয়াল এবং প্রাণবন্ত রঙ একে আরও আকর্ষণীয় করে তুলেছে।

টেকনো মেগাবুক টি-১ একটি আমাজন স্পেশাল হিসেবে লঞ্চ করা হবে, আর্লি বার্ডের সাথে ১৩ই সেপ্টেম্বর, ২০২৩ থেকে এটি শুরু হবে এবং ১৯শে সেপ্টেম্বর, ২০২৩-এর জন্য বিক্রয় নির্ধারিত হয়েছে। ইনটেল কোর আই৭ ১৬জিবি + ১টিবি এসএসডি, এর ভারতীয় মূল্য ৫৯,৯৯৯, ইনটেল কোর আই৫ ১৬জিবি + ৫১২জিবি এসএসডি, এর ভারতীয় মূল্য ৪৯,৯৯৯, এবং ইনটেল কোর আই৩ ৮জিবি + ৫১২জিবি এসএসডি, এর ভারতীয় মূল্য ৩৯,৯৯৯।