বড় কর্মসূচির ডাক দিয়েছে শিক্ষকদের সংগঠন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শাসকদল ছাড়া রাজ্য আন্দোলন, মিছিলে অনুমতি দেয় না। বহুবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা।

এবার রাজ্য সরকার আন্দোলনের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল শিক্ষকদের সংগঠন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামতে চাইছেন শিক্ষকরা। অন্যদিকে রয়েছে মিড ডে মিলের মৃল্যবৃদ্ধি প্রসঙ্গ। সব মিলিয়ে আগামী ১৭ ডিসেম্বর বিকাশ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে শিক্ষকদের সংগঠন ‘উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। তবে তাতে প্রশাসনের অনুমতি মেলেনি।