বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই স্বপ্ন পূরণ করতে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে অনেকেই চাকরি পেয়েছিলেন।
তবে সম্প্রতি দুর্নীতির জেরে তাদের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরিহারা প্রায় ২৬০০০ জন। সুপ্রিম কোর্ট সকলের চাকরি বাতিল করেছে ঠিকই, তবে জানিয়েছে যারা আগের সরকারি চাকরি ছেড়ে ওই হাইস্কুলে চাকরিতে গিয়েছেন তারা ফের পুরোনো কাজে ফিরে যেতে পারবেন।
২০১৬ সালে এসএসসি দিয়ে শিক্ষক হওয়া ৬০ জন চাকরিহারা শিক্ষক ফের প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে যেতে চেয়েছেন। তারা সকলেই হাওড়া জেলার। আগেই অবশ্য এদের মধ্যে ২৫ জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন।