রক্তের সংকট মেটাতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রক্তদানে এগিয়ে আসলো শিক্ষক থেকে অভিভাবকরাও।এদিন একটি বিদ্যালয়ের কক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি এবছর রক্তের সংকট রয়েছে। তাই আমরা বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবিকরা মিলে এই ধরনের উদ্যোগ নিয়েছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। জলপাইগুড়ি ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক ও অভিভাবকরা রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো
