স্কুলে গিয়ে খাতায় সই করে ২১ জুলাই ধর্মতলার সমাবেশে চলে যাওয়া যাবে না। ছুটি নিয়ে তবেই যেতে হবে। এই মর্মে কড়া নির্দেশিকা দিল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ২১ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা ধর্মতলায় শহিদতর্পণে যাবেন। কিন্তু তাঁদের ক্যাজুয়াল লিভ (ছুটি) নিয়ে সমাবেশে যেতে হবে। ওইদিন স্কুলে গিয়ে খাতায় সই করে ধর্মতলায় যাওয়া চলবে না। এই নির্দেশ কেউ অমান্য করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, শিক্ষক একই সঙ্গে স্কুলে যাবেন আবার দলের কর্মসূচিতেও যাবেন, এটা নেতৃত্ব অনুমোদন করবে না। ২১ জুলাই যেকোনও একটি সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সমিতি মনে করছে, ২১ জুলাই তাদের সংগঠনের তরফে ধর্মতলায় কমপক্ষে ৭০-৮০ হাজার সদস্য যাবেন। দু’বছর পর এবারই ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ করছে তৃণমূল। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে। দাবি জোড়াফুল শিবিরের।