পি এফ অফিসে স্বারক লিপি প্রদান চা বাগান শ্রমিক ইউনিয়নের

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরে অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ে বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবী জানাতে আলিপুরদুয়ার জেলার রহিমা বাদ চা বাগানের শ্রমিকেরা দেখা করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে।

সুদূর রহিমাবাদ চা বাগান থেকে এতটা পথ পাড়ি দিয়ে পি এফ অফিসে আসার কারণ প্রসঙ্গে ২০০৮ সালে  অবসর প্রাপ্ত চা বাগান শ্রমিক তথা সি আই টি ইউ অনুমোদিত আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য আব্দুস সাত্তার বলেন, ১১ থেকে ২০১৪ এই চার বছরের পি এফ টাকা পাচ্ছে না প্রায় ২০০ জন শ্রমিক, কারন মালিক প্রথমে পি এফ এর টাকা জমা দেয়নি, পরে দিয়েছে কিন্তু তারপর ও আমরা বঞ্চিত।