টাটা টি’র নবতম ‘জাগো রে’ উদ্যোগ

বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে টাটা টি শুরু করেছে তাদের ‘জাগো রে’ উদ্যোগের নবতম সংস্করণ – ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’।

‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ প্রচারাভিযানের লক্ষ্য হল মানুষকে সচেতনতার বার্তা দেওয়া যাতে তারা কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের ব্যাপারে যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়ান। এই বার্তার উদ্দেশ্য হল সেইসব মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যারা কীভাবে ভ্যাক্সিন নিতে হবে সেব্যাপারে এখনও তেমন কিছু জানেন না। বাড়ির পরিচারিকা, গাড়ির চালক, সিকিউরিটি গার্ড ও বাগানের মালীর মতো অনেক সাধারন মানুষ জানেন না কীভাবে ভ্যাক্সিন নিতে হবে বা সেজন্য কেমন করে নাম লেখাতে হবে। সচেতনতার অভাবে অনেকের মধ্যেই এখনও ভ্যাক্সিন বিষয়ে নানারকম ভ্রান্ত ধারণা রয়ে গেছে। এর কারণ ডিজিটাল ডিভাইড, টেকনোলজি ও ভাষাগত সমস্যা। ‘ইস বার #সবকেলিয়ে #জাগোরে’ অভিযান সচেতনতার প্রসার ঘটিয়ে এই অবস্থার পরিবর্তন আনতে আশাবাদী। উল্লেখ্য, বিগত বছরগুলিতে টাটা টি’র ‘জাগো রে’ উদ্যোগ সমাজ সচেতনতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।