গুয়াহাটিতে একটি নতুন স্টোর খোলার মধ্য দিয়ে টাটা স্টারবাকস প্রাইভেট লিমিটেড আসামে প্রবেশ করলো। নতুন স্টোরটির ঠিকানা: অ্যামালগামেটেড প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড, জি এস রোড, ক্রিস্টেন বস্তি, গুয়াহাটি।
এখানে উষ্ণ ও মনোরম আবহে গ্রাহকরা স্টারবাকস-এর সিগনেচার ফুডস ও বেভারেজ থেকে নিজেদের পছন্দের সামগ্রী বেছে নিয়ে উপভোগ করতে পারবেন। গুয়াহাটিতে স্টারবাকস-এর স্টোরে গ্রাহকরা পাবেন স্টারবাকস-এর বেভারেজের বিস্তৃত সম্ভার, যার মধ্যে অবশ্যই থাকবে অল-টাইম ফেবারিটস।
বিভিন্ন ধরণের কফির সঙ্গে গ্রাহকরা বেছে নিতে পারবেন ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল নানারকম ফুড আইটেমস।