গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টের সঙ্গে টাটা পাওয়ারের সমঝোতা

ভারতের বৃহত্তম ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানিসমূহ ও অগ্রণী ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারদের অন্যতম টাটা পাওয়ার ভারতে ইভি গ্রাহ্যতা বৃদ্ধির প্রচেষ্টার পথে আরও একধাপ এগিয়ে মালদার নিকটে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে পাবলিক চার্জিং স্টেশন স্থাপণ করেছে। গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট হল পশ্চিমবঙ্গের বৃহত্তম লেজারপ্লেক্স ও কনফারেন্স সেন্টারগুলির একটি। এটির অবস্থান উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার মালদার ৩৪ নম্বর জাতীয় সড়কে।

মালদা রেলওয়ে স্টেশনের সন্নিকটে কলকাতা-শিলিগুড়ি হাইওয়েতে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে টাটা পাওয়ার দুইটি ইভি চার্জিং স্টেশন স্থাপণ করেছে। এগুলি ৩০কিলোওয়াট ও ৭.৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন।

গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে আসার পথে ভ্রমণার্থী ও পর্যটকরা টাটা পাওয়ার ইজেড চার্জ মোবাইল অ্যাপ (Tata Power EZ Charge mobile app) ব্যবহার করে নিকটবর্তী চার্জিং স্টেশনের খোঁজ নিতে পারবেন। বর্তমানে ভারতের ৫৫০টিরও বেশি শহরে টাটা পাওয়ারের পাবলিক ও সেমি-পাবলিক নেটওয়ার্কে রয়েছে ৪০০০-এরও বেশি চার্জিং পয়েন্ট, ৪০০০০-এরও বেশি হোম নেটওয়ার্ক, ২৫০টিরও বেশি ইলেক্ট্রিক বাস চার্জিং পয়েন্ট ও একটি লাইভ ইভি চার্জিং নেটওয়ার্ক।