২৫০টি শহরে শুরু হল টাটা মোটরসের ন্যাশনাল এক্সচেঞ্জ কার্নিভাল

ভারতের শীর্ষস্থানীয় যান প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস দেশ ব্যাপী আজ তার ন্যাশনাল এক্সচেঞ্জ কার্নিভাল শুরু করার কথা ঘোষণা করেছে। এই মেগা কার্নিভালের সময় গ্রাহকরা টাটা মোটরসের যে কোনো ডিলারশিপের কাছ থেকে Tata Cars এবং UV-তে আকর্ষণীয় সুবিধা পাবেন।

টাটা মোটরসের এই মেগা কার্নিভাল থেকে গ্রহকরা গাড়ির কিছু নির্বাচিত মডেলগুলির ওপর ৬০,০০০টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ঘোষণা করেছে। ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত দেশের ২৫০টি শহরে টাটা মোটরসের অনুমোদিত ডিলারশিপগুলিতে এই এক্সচেঞ্জ অফারগুলি চলবে। 

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলসের ভাইস প্রেসিডেন্ট রাজন আম্বা বলেন, আমি নিশ্চিত যে ন্যাশনাল এক্সচেঞ্জ কার্নিভালের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় টাটা গাড়িতে সহজে আপগ্রেড করতে পারবেন।