টাটা অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের নতুন ‘টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড’ লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফান্ডটি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধির সুযোগ দিতে লক্ষ্য রাখবে – বিশেষত সেইসব সংস্থায় যারা বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী কৌশল ও থিম গ্রহণ করছে। এই ফান্ডের এনএফও (নিউ ফান্ড অফার) ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
টাটার এই নতুন ফান্ডটি আর-অ্যান্ড-ডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) এবং টেকনোলজি যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ট্রান্সফরমেশন-এ জোর দিয়ে ‘ট্রান্সফর্মেটিভ ইনোভেশন’-এ অগ্রণী কোম্পানিগুলিতে বিনিয়োগ করবে। ‘ভোকাল ফর লোকাল’ এবং পরিবেশ-বান্ধব উদ্যোগের মাধ্যমে ভারত দ্রুত উদ্ভাবনী ক্ষমতায় ২০২৪ সালে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৩৯তম স্থানে উন্নীত হয়েছে।
টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ বিজনেস অফিসার আনন্দ বরদারাজন বলেন, উদ্ভাবনই সংস্থার দীর্ঘমেয়াদী সাফল্য এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করতে পারে। ভারত এখন ডিজিটাল, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইণভেশন সেক্টরে উদ্ভাবনের শীর্ষে রয়েছে।
টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রাহুল সিং বলেন, ভারত এখন আর্থিক, স্বাস্থ্য প্রযুক্তি, অটোমোটিভ ও কনজিউমার টেক-সহ বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন দেখছে। ডিজিটাল কমার্স, গ্রীন মোবিলিটি, ইভি ব্যাটারি ইনফ্রাস্ট্রাকচার, স্পেস টেক, উন্নত হেলথকেয়ার ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি গ্লোবাল ইনোভেশন র্যাংকিংয়ে দেশের অবস্থান উন্নত করেছে। টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড বিনিয়োগকারীদের এই উদ্ভাবনের সুযোগে শামিল হওয়ার সুযোগ দেবে।