টার্গেট প্রধানমন্ত্রী, সতর্ক করলেন গোয়েন্দারা

আগামী ২৬ জানুয়ারিতে বুধবার দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস৷ এরই মধ্যে বড়সড় নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদীরা এমনটাই খবর গোয়েন্দা সূত্রে৷ তাঁদের নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রজাতন্ত্র দিবসের ঠিক এক সপ্তাহ আগে উঠে এল এমনই বিস্ফোরক তথ্য৷

গোয়েন্দা সূত্রে খবর, এই বিষয়ে ন’পাতার একটি রিপোর্ট তৈরি করেছে দেশের গোয়েন্দা সংস্থা। সেখানেই এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলার সময় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা৷ ওই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রী নন, উপস্থিত থাকবেন বহু নেতা-মন্ত্রী ও বিশিষ্ট জনেরা৷ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান-এশিয়ার এই পাঁচ দেশের অতিথিদের আপ্যায়ণ করার কথাও রয়েছে নয়াদিল্লির।

পাকিস্তান, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার জঙ্গিগোষ্ঠীরা এর সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা দফতর। জনবহুল এলাকায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়াই তাদের মূল্য লক্ষ্য। যেখানে শুধু সাধারণ মানুষই নন, উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরাও৷ শক্তিশালী বোমা বিস্ফোরণই নয়,  ড্রোনের সাহায্যেও হামলার চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। এই জঙ্গিহানার নেপথ্যে লস্কর, জইশ, হরকত-উল-মুজাহিদিন এবং হিজব-উল-মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরো জানা গেছে, পাকিস্তানে অবস্থিত খালিস্তানি গোষ্ঠী হামলা চালাতে পারে প্রধানমন্ত্রীর উপর। 

গোয়েন্দাদের এই সতর্কবার্তা পেতেই নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷ প্রজাতন্ত্রদিবসে নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে রাজধানীর রাজপথ৷ এছাড়াও অতিরিক্ত আরও নানা পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর৷