zubeen garg

আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুবীন গর্গ

আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর জুবীন গর্গ

প্রখ্যাত গায়ক, অভিনেতা ও কম্পোজার জুবীন গর্গকে আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। জুবীনের মাধ্যমে বন্ধন ব্যাংক আসামের মানুষের আরও কাছে পৌঁছে যেতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাংক ছয় বছরে এই প্রথম কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সঙ্গে সম্পর্কিত হল। এই উপলক্ষে, জুবীন গর্গ তাঁর একটি নতুন মিউজিক ভিডিয়ো রিলিজ করেছেন, যাতে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। এই গানে আসামের নিজস্ব লোকসঙ্গীতের বিভিন্ন ধারার মিলন ঘটেছে। সঙ্গীত ও ভিডিয়োর প্রযোজনা হয়েছে বন্ধন ব্যাংকের সৌজন্যে। বন্ধন ব্যাংক প্রকাশিত সঙ্গীত ও মিউজিক ভিডিয়ো নিজের সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে শেয়ার করেছেন জুবীন। গানটি অনলাইন স্ট্রিমিংয়ের জন্যও পাওয়া যাবে। প্রায়…
Read More