16
Aug
গত সপ্তাহেই আচমকাই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। গত সপ্তাহের শুক্রবার রাতেই নিউইয়র্কে একটি ইনস্টিটিউশনে বক্তব্য রাখার সময় প্রাণঘাতী হামলা হয়েছে বুকার জয়ী সাহিত্যিক তথা ভারতীয় বংশভূত লেখক সলমন রুশদির ওপর। বর্তমানে যদিও লেখকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর কিন্তু তারপরেও লেখকের হামলার ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সাধারণ মানুষ তো বটেই, রুশদির সুস্থতা কামনা করছেন জনপ্রিয় এবং প্রখ্যাত লেখক সাহিত্যিকরাও। বাদ যাননি হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং। রুশদির সুস্থতা কামনা করেন হ্যারি পটার স্রষ্টা। আর তার প্রতিক্রিয়াতেই সোশ্যাল মিডিয়ায় এবার সরাসরি হামলার হুমকি পেলেন জেকে রাউলিং। উল্লেখ্য, রুশদির উপরে হওয়া হামলায় প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছিলেন রাউলিং। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান…