04
Jan
গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ ইউক্রেনের আকাশ ঢাকা পড়েছে যুদ্ধের কালো মেঘে৷ বাতাসজুড়ে বারুদের গন্ধ৷ ক্রমাগত বেজে চলেছে সাইরেন৷ অনবরত গোলাগুলির শব্দ৷ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের ১০ মাস পড়েও যুদ্ধের আগুনে পুড়ছে ভলোদিমির জেলেনস্কির দেশ৷ বছর ফুরালেও যুদ্ধ ফুরায়নি৷ ভারত সহ একাধিক দেশ বারবার পারস্পরিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করলেও আলোচনার বৈঠকে মেলেনি রফা সূত্রে৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রমণের ঝাঁঝ৷ বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইউক্রেনীয় সেনা৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি হতে আর বেশিদিন বাকি নেই। এই আবহে…