08
Feb
সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷ অবশেষে শনিবার সেটিকেগুলি করে নামায় পেন্টাগন৷ তবে আমেরিকার অভিযোগ অস্বীকার করে বেজিং-এর পাল্টা হুঁশিয়ারি, আমেরিকা যা করেছে তার ফল ভুগতে হবে। কড়ায়গণ্ডায় চিন এর জবাব দেবে। এই বেলুটি গুপ্তচর বেলুন নয় বলেও দাবি করেছে ড্রাগনের দেশ৷ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শত্রু দেশের উপর নজর রাখতে আকাশ পথে বেলুন পাঠানোর ব্যবস্থা আজকের নয়। একশো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশ তাদের শত্রুদেশের আকাশে…