25
Aug
তালিবান ত্রাসে ত্রস্ত হয়ে রয়েছে গোটা দেশ। আতঙ্কে প্রহর গুনছে আফগানরা। এরই মাঝে নতুন ফতোয়া জারি করেছে তালিবানরা। সমস্ত বিদেশি সেনার উদ্দ্যেশ্যে জানানো হলো আগামী ৩১ অগস্টের মধ্যে খালি করতে হবে কাবুল এয়ারপোর্ট। এদিকে অন্যদিকে এখনও সম্পন্ন হয়নি সম্পূর্ণ উদ্ধারকাজ। এখনও কয়েক হাজার আফগান শরণার্থী এবং বিদেশি নাগরিক কাবুল এয়ারপোর্টের ভিতরে ও বাইরে ভিড় করে আছেন উদ্ধারের আশায়। তার মধ্যে এই হুমকির জেরে এখন চাপে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তালিবানের দাবি, কোনও বিদেশি শক্তি মেয়াদ বাড়ানোর আর্জি করেনি, এবং করলেও তা মানা হবে না। অন্যদিকে, তালিবানের ক্ষমতা দখল মানে ফের…