World Health Day

বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে  দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী টুইটে লেখেন,‘বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। দেশের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য ভারত সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দেশবাসীর জন্য স্বল্পমূল্যে গুণগত মান সম্পন্ন স্বাস্থ্য পরিসেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিকাঠামো আমাদেরই, যা ভারতীয়দের গর্বের বিষয়।’ https://twitter.com/narendramodi/status/1511881993176649729?t=KgGzONFpYcQAlafPJh87Fw&s=19   প্রধানমন্ত্রী আরও জানান, "গত ৮ বছরে আমাদের দেশের চিকিৎসা শাস্ত্রের শিক্ষায় দ্রুত পরিবর্তন এসেছে। একের পর এক মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। আমাদের সরকার চাইছে স্থানীয় ভাষায় চিকিৎসা শাস্ত্রের পঠনপাঠন শুরু করতে। তাহলে অগুন্তি তরুণের ইচ্ছেপূরণ হবে।"
Read More