17
Jul
অফ টাইম হোক অথবা কাজের ব্যস্ততা, পকেট থেকে ক্ষণিকের জন্য মোবাইল বার করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ঘেটে নেওয়া যেন এক অভ্যাস। টাইপিং করতে করতে ঝট করে বেরিয়ে আসে একটি মুখ , কখনো তার মুখে হাসি অথবা কখনো তার চোখে কুল গগলস্। চলতি কথায় আমরা একে ইমোজি বলে থাকি। ১৯৯৭ সালে ইমোজির আবিষ্কার করে জাপান। মোবাইল কমিউনিকেশন কে আরো ঝকঝকে করে তোলে এই ইমোজি। মনের ভাব কে ছবির মাধ্যমে প্রকাশ করার জনপ্রিয় মাধ্যম এই ইমোজি।সময় এগোচ্ছে, বদলে যাচ্ছে মোবাইল ফোন। ফিচার ফোন থেকে অ্যান্ড্রয়েড, আইফোন। এসএমএস থেকে হোয়াটসঅ্যাপ,ফেসবুক, ইনস্টাগ্রাম। বাড়তে থাকল ইমোজির ব্যবহার। এন্ট্রি নিল একের পর এক মুখ, ইমোশন ও…