19
Jun
কাজের দিন কম হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরদার হচ্ছে। এক সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে চার দিন কাজ করতে হতে পারে কর্মীদের। অর্থাৎ সপ্তাহে দু'দিনের বদলে ছুটি থাকতে পারে তিন দিন। নয়া শ্রম কোডের আওতায় নিকট ভবিষ্যতে তিন দিন ছুটি থাকতে পারে কর্মীদের। নয়া ড্রাফ্ট আইনে দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বদল করা হয়েছে ওভারটাইমের নিয়মেও। ১৫ মিনিটের বেশি কাজ করলে তা ওভারটাইম হিসাবে গণনা করার প্রস্তাব রাখা হয়েছে । এছাড়া, নয়া খসড়ায় বলা রয়েছে কর্মীদের প্রতি পাঁচ ঘন্টা কাজের পর ৩০ মিনিটের বিশ্রাম দিতে হবে। নতুন খসড়াতে সপ্তাহে সর্বাধিক কাজের সীমা ৪৮ ঘন্টা রাখার প্রস্তাব করা…