women workforce

সিজি ফুডস – ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’

সিজি ফুডস – ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’

সিকিমের রংপোতে ওয়াই ওয়াই নুডলসের নির্মাতা সিজি ফুডস ভারতে তাদের প্রথম কারখানাটি স্থাপন করেছিল। ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’ নীতির ভিত্তিতে পরিচালিত হয় সিজি ফুডসের সিকিমের কারখানাটি। এটি হল ভারতের একমাত্র ওয়াই ওয়াই তৈরির কারখানা, যেখানে সর্বাধিক সংখ্যক মহিলাকর্মী কাজ করেন। মহিলাকর্মীদের প্রায় ৫০ শতাংশ নিকটবর্তী শহর ও গ্রামের বাসিন্দা। সিজি ফুডস ও তাদের মূল কোম্পানি সিজি কর্প গ্লোবালের গৃহিত নীতি যে ‘বিজনেস উইথ আ পারপাস’ তা স্পষ্ট হয়ে ওঠে এথেকে। ভারতের নুডলস মার্কেটে সিজি কর্প গ্লোবালের এফএমসিজি শাখা সিজি ফুডস প্রবেশ করেছিল ইনস্ট্যান্ট নুডল ব্র্যান্ড ওয়াই ওয়াই-কে সঙ্গে নিয়ে। প্রথমে তা আমদানিকৃত পণ্য থাকলেও ২০০৬ সালে কোম্পানির প্রথম…
Read More