27
Nov
নব গৃহবধুকে কুপ্রস্তাব এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন এবং যৌনাঙ্গে আঘাত করে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক দেওর ,স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় মালদার ভুতনি জেলায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন। সূত্রের খবর বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা মন্ডলের সঙ্গে গত দুবছর আগে সামাজিক মতে বিয়ে হয় মালদার ভুতনি থানার বাসিন্দা ফটিক মন্ডলের সঙ্গে। বিয়ের আগে মেয়েটির অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল একথা জানতে পেরে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে নির্যাতন শুরু করে। দেওরের কুপ্রস্তাবের প্রতিবাদ করেছিলেন বৌদি । আর তারই বদলা নিতে বৌদির পেটে ও যৌনাঙ্গে আঘাত করে খুন…