withoutmask

মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মুখে মাস্ক ছাড়াই রাস্তায়, আটক ৩০

মাস্ক না পরে রাস্তায় বের হওযায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল নরেন্দ্রপুর থানার পুলিস। সোনারপুর থানার পুলিস আটক করল ৩০ জনকে।  মাস্ক ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার রশিদ মুনির খানের নির্দেশে এদিন বিশেষ অভিযান চালায়  সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিস ৷ প্রত্যেকেই যাতে মাস্ক ব্যবহার করেন তারজন্য পুলিসের পক্ষ থেকে যাঁরা-ই রাস্তায় মাস্ক ছাড়া বেরিয়েছেন, তাঁদেরকে সতর্ক করা হয় ৷ পুলিসের পক্ষ থেকে মাস্ক পরিয়েও দেওয়া হয়৷ পাশাপাশি, ফের মাস্ক ছাড়া বের হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন পথচলতি মানুষজনকে সতর্ক করেছে পুলিস ৷ বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার জানিয়েছেন, তাদের এই অভিযান নিয়মিতভাবে…
Read More