28
Dec
গতরবিবার গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে বড়দিনের উৎসব। কিন্তু আমেরিকার বড়দিন কাটল বিষাদের মধ্যে দিয়ে। কারণ 'বম্ব সাইক্লোন' বিধ্বস্ত করে দিয়েছে দেশের একটি অংশকে। আমেরিকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ‘সাইক্লোন বোমা’৷ হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করছে উত্তর ভারত। কিন্তু বাংলায় উধাও শীত৷ শীতকালেও গরম ভাব! ঠাণ্ডার পড়ার বদলে তাপমাত্রা ক্রমে বেড়েই চলেছে৷ মঙ্গলবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে মঙ্গলবার তাপমাত্রা আরও খানিকটা বেড়েছে। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস…