30
Dec
বিগত দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণের ত্রাস চলছে গোটা বিশ্বে৷ ডেল্টার প্রভাব এখনও কাটেনি৷ এর মধ্যে হাজির ওমিক্রন৷ বর্ষশেষেও মিলল না স্বস্তি৷ করোনার দুই ভ্যারিয়েন্টের চাপে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামোর উপর প্রবল চাপ সৃষ্টি হতে চলেছে বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ ডেল্টা ও ওমিক্রন মিলে বিশ্বজুড়ে সংক্রমণের সুনামি ডেকে আনতে পারে বলেও সতর্ক করা হয়েছে৷ হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেন, “ডেল্টা ও ওমিক্রন জোড়া বিপদ ডেকে আনতে পারে৷ বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের হার যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। জোড়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে৷ যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কোভিডের সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা…