23
Mar
আলু রাখা নিয়ে বচসার জেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দিলো অপর এক ড্রাইভার। হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম। প্রতিবাদ করতে গেলে গাড়ির লিভার দিয়ে মেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ড্রাইভারের বিরুদ্ধে। ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো ট্রাক মালিকের পরিবার। ঘটনার তদন্ত করে দোষী ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং বেআইনি ভাবে চলা ট্রলি বন্দ করার দাবীতে প্রতিবাদে মুখর হলো ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশন। ট্রাক ওনার্স এসোসিয়েশন সুত্রে জানা গেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন একটি কোল্ড স্টোরো নিজের লড়ি নিয়ে আলু রাখতে গিয়েছিলেন জলপাইগুড়ি সেন পাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ ৫৩। কোল্ড স্টোরেজের লম্বা…