04
Feb
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের অকাল বর্ষণ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাংলায়। শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দিঘায় ২৭, দমদম ও কলকাতায় ২৩, সল্টলেকে ৭, শ্রীনিকেতনে ৮, ডায়মন্ড হারবারে ৫, হলদিয়ায় ৩ এবং বাঁকুড়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও জলপাইগুড়িতে ৯, কোচবিহারে ৫ এবং মালদহে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম । সরস্বতী পুজোর দিনে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং…