25
Mar
গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে ফের হতে পারে ঝড়-বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে বর্ষণ হতে পারে। আর বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। তাছাড়া আগামী বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। যদিও এই বৃষ্টির ফলে গরমে প্রভাব খুব একটা কমবে এমনটা নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের গড় সর্বোচ্চ তাপমাত্রা…