Water crisis

চেন্নাই হয়ে উঠবে না তো বাংলা, বিপদ আসার আগেই দেখা মিলল অশনিসংকেতের

চেন্নাই হয়ে উঠবে না তো বাংলা, বিপদ আসার আগেই দেখা মিলল অশনিসংকেতের

দুবছর আগের চেন্নাইয়ের জলসঙ্কটের চিত্র যেভাবে শিরোনামে উঠে এসেছিল, ঠিক সেপথেই কি এগোচ্ছে বাংলা! কারন, সূত্র মারফত জানা গিয়েছে পশ্চিমবঙ্গের ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের জলস্তরের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরও ৩০টি ব্লককে ‘অংশত আশঙ্কাজনক’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য। অর্থাৎ মোট মিলিয়ে ৭২টি ব্লকে জলস্তর নেমে যাওয়া কপালে ভাঁজ পড়তে শুরু করেছে রাজ্য সরকারের। কারন, এই পরিস্থিতির উন্নতি না হলে, আগামী কয়েক মাসে ওই ব্লকগুলিতে তীব্র জলসঙ্কট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। যারফলে গ্রীষ্মকালে যেমন জলকষ্ট হবে, তেমনই পরে জলে আর্সেনিকের পরিমাণও বেড়ে যাবে।  মূলত, এই তালিকায় সবার উপরে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলার ৪টি ব্লককে…
Read More