14
Aug
রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'ভোরের আলো' পরিদর্শনে গেলেন গৌতম দেব। গাজলডোবার ট্যুরিজম হাবের কাজকর্ম তদারকিতেই পর্যটনমন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গিয়েছে।এদিন গাজলডোবা পরিদর্শনে গিয়ে বৈঠকও করেন সেখানকার বরাদ্দ প্রাপ্ত দপ্তরের সঙ্গে। এর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, এ ডি এম(এল আর), সদর জলপাইগুড়ির এস ডি ও ,রাজগঞ্জের বিডিও, বাস্তুকার পূর্ত দপ্তর / সেচ দপ্তর / তিস্তা ব্যারেজ , ভূমি দপ্তরের আধিকারিক, বন দপ্তর, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, পর্যটন দপ্তরের আধিকারিক বৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা । গাজলডোবার প্রকল্প গুলির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি । "ভোরের আলো" মেগা ট্যুরিজম হাব -এর সামগ্রিক উন্নয়ন নিয়ে বৈঠক শেষে সংশ্লিষ্ট…