11
Jul
জীবিত অবস্থায় স্বীকৃতি না পাওয়া বহু কিংবদন্তি শিল্পীদের কথা আমরা জানি, তাদের মধ্যে ভিনসেন্ট ভ্যান গগ অন্যতম। এই চিত্রকার নিজের কীর্তিগাথার জয়জয়কার কিছুই নিজে দেখে যেতে পারেননি। তার আগেই তিনি অবসাদে আত্মহত্যা করেন। শুধুমাত্র আঁকার জন্যই তিনি বিখ্যাত ছিলেন না , তিনি তাঁর বাস্তব জীবনের কঠিন লড়াইয়ের জন্যও পরিচিত ছিলেন। বিষণ্ণ এই জাদুকর বুক ভরা বিষাদ নিয়েও শিল্প সংস্কৃতিকে বেশকিছু শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আজ আমরা এই কৃতী শিল্পীর সম্পর্কে বেশকিছু অজানা অজানা তথ্য জানব। তিনি তাঁর পরিবারে একমাত্র ভিনসেন্ট ছিলেন না। তাঁর বড় ভাই ও পিতামহ উভয়ের নামও ছিল ভিনসেন্ট ভ্যান গগ। ছোট ভাই থিও ভ্যান গগ ভাইয়ের স্মরণে নিজের ছেলের নাম…