22
Jul
রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। কিন্তু এবার থেকে উত্তরপ্রদেশে আরও ৩৫ রকমের পণ্য পাওয়া যাবে রেশনে। মিলবে গুড়, ঘি, লবণাক্ত, প্যাকড শুকনো ফল, প্যাকড মিষ্টি, দুধের গুঁড়া, বাচ্চাদের জামাকাপড়, রাজমা, সয়াবিন, ক্রিম, ধূপ, চিরুনি, গ্লাস, ঝাড়ু, পোচা, লক, রেইনকোটের মতো সামগ্রী। সরকার জানিয়েছে ওয়াল হ্যাঙ্গার, ডিটারজেন্ট পাউডার, ওয়াশিং সাবান, ইলেকট্রনিক পণ্য, দেওয়াল ঘড়ি, দেশলাই, নাইলন ও পাটের দড়ি, জলের জন্য ব্যবহৃত প্লাস্টিকের…