09
Dec
উত্তরকন্যা অভিযানে পুলিশের বন্দুকের গুলিতেই বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে আবারও এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে পুলিশের ছোড়া গুলিতেই উলেন রায়ের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযানের দিনই ফুলবাড়ি এলাকায় পুলিশ একটি বন্দুক দিয়ে জনতার উদ্দেশে গুলি ছোড়ে। বিজেপির দাবি সেই বন্দুক থেকেই গুলি লেগে গাজলডোবার বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে যদিও এ দাবি নস্যাৎ করে জানিয়েছে ,পুলিশ শর্ট গান ব্যবহার করেনা। যদিও পুলিশের এ দাবি মানতে নারাজ রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতারা। অন্যদিকে জলপাইগুড়ি জেলা আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।