26
Apr
প্রয়াগরাজের পর এবার গোরক্ষপুর। ফের আরও এক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। একই পরিবারের তিন সদস্যকে গলা কেটে খুন করা হল। পুলিস সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে তাঁরা আততায়ীর হাতে নিহত হন। তাঁরা সেই সময় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে খবর। গোরক্ষপুরের খোরাবার রায়গঞ্জ এলাকার ঘটনা। মৃতেরা হলেন গামা নিষাদ (৪২), স্ত্রী সঞ্জু (৩৮), মেয়ে প্রীতি (২০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রীতি এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিশোধ নিতে ওই যুবক তাঁর উপর হামলা চালায়। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বাবা-মা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অলোক পাসওয়ান নামে…