18
Mar
আপামর বিশ্বের দরবারে দৃষ্টান্ত স্থাপন করল স্পেন। যা করব করব করেও করে উঠতে পারছিল না অন্যান্য দেশগুলি। বিশ্বে প্রথম দেশ হিসেবে সাহস করে সপ্তাহে চার দিনের কাজের রীতি চালু করে দিল স্পেন। করোনা ভাইরাসের আবহে গোটা বিশ্ব যখন তটস্থ, লকডাউনে বেড়েছে বাড়ি থেকে কাজ করার প্রয়োজনীয়তা ও প্রবণতা, সেইসবের মধ্যেই স্বতন্ত্রভাবে ভাবনা শুরু করে স্পেন। পাঁচের পরিবর্তে সপ্তাহে চার দিনের কাজের রীতি তৈরি করে কর্মচারীদের কিছুটা স্বস্তি দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল ইউরোপের এই দেশে। স্পেন সরকারের কাছে সপ্তাহে চার দিনের কাজের রীতি চালু করার প্রস্তাব জমা পড়েছিল। তা গ্রহণ করেছে প্রশাসন। অর্থাৎ প্রতি দিন…