28
Aug
কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতেই হবে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। সেপ্টেম্বরের মাসের মধ্যেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ করার কথা বলেছেন । নানা টালবাহানার পর অবশেষে আজকে চূড়ান্ত রায়দান ঘোষণা করল সুপ্রিমকোর্ট । এর জন্য প্ৰয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত । করোনার বর্তমান অতিমারীর দিনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল ইউজিসি ।কিন্তু ছাত্রদের স্বাস্থ্যের কথা ভেবে পাঞ্জাব, পশ্চিমবঙ্গের মতো রাজ্য ইউজিসির এই সিদ্ধান্তের বিরোধ করে । স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা নিয়ে বিভ্রান্তি দেখা যায় । অবশেষে পরীক্ষা নেওয়ার পক্ষেই রায় দিল সুপ্রিমকোর্ট।