14
Sep
"আমি নারী আমিও পারি" যেন এই বাক্যেরই স্বার্থক রূপ দেখা গেল শিলিগুড়ির মুনমুন সরকারের কাজে । করোনায় একদিকে মানুষ যখন গৃহবন্দি , ক্রেতা ভয়ে বাজারে যাচ্ছে না করোনার ভয়ে , আর অন্যদিকে করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সমগ্র শিলিগুড়ি শহর জুড়ে সেসময় এক মহীয়সী নারীর আবির্ভাব । করোনার সুযোগে কিছু এম্বুলেন্স চালক আকাশছোঁয়া ভাড়া দাবি করে সেসময় নিজের টোটাকেই এম্বুলেন্স বানিয়ে রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন নিজের কাঁধে।করোনাসুরকে দমন করার জন্য পথে বেরোলেন এম্বুলেন্স টোটো নিয়ে । বিনামূল্যে কোভিড আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন নিরন্তর । ছয়মাস ধরে এই মহান কাজই করে যাচ্ছেন শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা মুনমুন সরকার।এদিন তার এই…