25
Feb
টুম্পাসোনা গানটি ইতিমধ্যে সুপারহিট।সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সে গান। এবার সেই টুম্পাসোনার প্যারোডি বাজল শিলিগুড়িতে বামেদের মিছিলে।এদিন কলকাতা ব্রিগেড চলোর সমর্থন মিছিলে মাইকে বাজল "তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা"। যা নিয়ে হতচকিত অনেকে। বাম শীর্ষ নেতৃত্বের মধ্যে এই গান নিয়ে মতানৈক্য থাকলেও অশোক ভট্টাচার্য অবশ্য এতে অশোভনীয় কিছু দেখছেন না।তাঁর দাবি , এই গান ইতিমধ্যে বহু মানুষ শুনেছে।সেই গানের সুর ব্যবহার করে ব্রিগেড চলোর গান করলে অশোভনীয়তার কি আছে। অশোকের দাবি এই গানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতি নিয়েই গানের কথা বসানো হয়েছে। রাজনীতিবিদরা মনে করছেন বামেরা ঘুরে দাঁড়াতে এই সস্তা জনপ্রিয় গানের সাহায্য নিচ্ছে।