15
Jan
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নাকি ওভাররেটেড গায়িকা। এরকমই একটি মন্তব্য ঘিরে সরগরম টুইটার। এমনিতেই টুইটারে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতে বেশি সময় লাগে না। তাই বলা বাহুল্য লতা মঙ্গেশকর সম্পর্কে এমন মন্তব্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী প্রভাব ফেলেছে। ভারতবাসীর চিরকালীন কোকিলকণ্ঠী গায়িকা হিসেবে যিনি পরিচিত, যাঁর গলায় স্বয়ং দেবী স্বরস্বতী বিরাজ করেন বলে মানুষ বিশ্বাস করে, তাঁর সম্পর্কে এমন মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে টুইটারে।কাবেরী নামের এক টুইটার ব্যবহারকারী এমন টুইট করেন। তিনি লেখেন, "ভারতীয়দের মগজ ধোলাই হয়ে রয়েছে, তাই তারা লতা মঙ্গেশকরের কণ্ঠ পছন্দ করে।"