21
Sep
বিগত বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে ত্রিপুরা। রাজ্যের শাসক শিবিরের মূল লক্ষই এখন ত্রিপুরা। কিন্তু যতবার একাধিক কর্মসূচি করার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস ততবারই পেয়েছে বাধা। প্রত্যেকেবার তৃণমূল কর্মীদের ওপর হামলা থেকে শুরু করে পুলিশি জিজ্ঞাসাবাদ সবই চলছে। এবার জানা গেল, এই রকমই পুলিশি জিজ্ঞাসাবাদের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এখন হাসপাতালে ভর্তি। তাঁকে আগরতলার স্থানীয় বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। সঙ্গে রয়েছেন ত্রিপুরার দলের কর্মী, সমর্থকরা। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষের রক্তে শর্করার মাত্রা অনেকটা নেমে গিয়েছে হঠাৎ করে। তাতেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাই হাসপাতালে তাঁর বেশ…