07
Jul
নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। এবার কালী বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মহুয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দল যেমন পাশে নেই, তেমনই বিজেপির তরফেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি আনফলো করেছেন। তাঁর দল দেবী কালী সম্পর্কে তাঁর মন্তব্যের সঙ্গে সহমত নয় বলে জানিয়ে দিয়েছে। তৃণমূল মহুয়ার বক্তব্য থেকে দূরে সরে যেতেই মহুয়াও টুইটারে আনফলো করেছেন। এদিকে মহুয়া মৈত্রের মন্তব্যের পরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যখন গ্রেপ্তারির দাবি তুলছেন। এরপরেই…