01
Jun
বাঙালি অফিস থেকে কয়েকদিনের ছুটি পেলেই ঘুরে আসতে চায়। আর অল্প ছুটিতে সবচেয়ে ভালো ঘুরতে যাওয়ার ঠিকানা হচ্ছে দীঘা। তবে দীঘা যেতে গেলেও হাতে বেশ কিছু টাকা থাকতে হয়। যাতায়াত খরচ থেকে শুরু করে হোটেলে থাকার খরচ,খাওয়া-দাওয়া পর্যটন স্থলের টিকিট সবমিলিয়ে প্রায় অনেক টাকা। আর এখন মাসের শেষ। বাজেট কুলিয়ে ওঠাও সম্ভব নয়। তবে এই রুট জানা থাকলে আর চিন্তা করতে হবে না। ৯০ থেকে ১০০ টাকাতেই হবে সমুদ্রদর্শন। কম খরচে কলকাতা থেকে দিঘা যাওয়ার জন্য আদর্শ পরিবহন হতে পারে লোকাল ট্রেন। তবে হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য সরাসরি কোন লোকাল ট্রেন নেই। তাই আপনাদের হাওড়া থেকে লোকাল ট্রেন করে…