25
May
বিগত দু বছর ধরে করোনা সংক্রমণে নাজেহাল দেশবাসী। সংক্রমণের কারণে হারিয়েছে বহু প্রাণ। এখনো পর্যন্ত চলছে সংক্রমণের জের। এরই মাঝে দেখা দিয়েছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। এর কারণ বুঝে ওঠার আগেই দেখা দিয়েছে আরেক নতুন সংক্রমনের ঢেউ। যার নাম 'টম্যাটো ফ্লু'। বাংলার একাধিক পড়শি রাজ্য তথা দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু এমন খবর মিলছে। এই রোগের মূল উপসর্গ প্রবল জ্বর এবং র্যাশ। ওড়িশা থেকে কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য মিলিয়ে প্রায় শতাশিক শিশু এই রোগে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। জ্বর, র্যাশ ছাড়াও ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি উপসর্গের হদিশ মিলেছে এই 'টম্যাটো ফ্লু'র। সেগুলি হল, পেটে…